ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটÑঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেলপথে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

February 18, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট থেকে ছেড়ে আসা সার বহনকারী মালবাহী ট্রেনের একটি বগি ১৬ ফেব্রƒয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় মাইজগাঁও ষ্টেশনে লাইনচ্যুত হলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধার হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
সিলেট রেলওয়ে ষ্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান ট্রেন লাইনচ্যুত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া সার বহনকারী মালবাহী ট্রেন মাইজগাঁও ষ্টেশনে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারের পর সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল শুরু হয়। এসময়ে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশনে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন ও সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও ষ্টেশনে আটকা পড়ে। সন্ধ্যা ৬টার পর ট্রেনগুলো গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com