ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব কমলগঞ্জে প্রচন্ড গরমে জন জীবন অতিষ্ট

August 27, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রচন্ড গরমে মৌলভীবাজারের কমলগঞ্জে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। চা বাগান, বস্তিসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আমাশয় নিউমেনিয়াসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ সমস্যায় কমলগঞ্জের জনজীবনে দুর্ভোগ বয়ে আনে।
দিনের খরতাপে আর রাতে ভ্যাপসা গরমে কমলগঞ্জে সাধারন মানুষের চলাচল কমে গেছে। বির”প এ আবহাওয়ায় দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, ভাইরাস জ্বরসহ পানিবাহিত নানা রোগ। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট চিকিৎসকদের চেম্বারে এ ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গরম আবহাওয়ায় পানি শূণ্যতার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কমবেশি সব বয়সের মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিসাধীন আছেন। একই কারণে আমাশয় রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। শিশুরা নিউমোনিয়া, সর্দি, কাশিসহ শ্বাসকষ্ট রোগে ভোগছে।
ভানুগাছ বাজারের প্রাইভেট চিকিৎসক মো. নুর”ƒল ইসলাম, শমশেরনগর বাজারের চিকিৎিসক শ্যামলেন্দু সেন শর্মা, পিন্টু দেবনাথ ও নাম প্রকাশে অনিচ্ছুক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নির্ভরযোগ্য সূত্র জানায়, দু’সপ্তাহ ধরে প্রতিদিন ৭ থেকে আটজন করে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী পাওয়া যাচ্ছে। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ৪ জন শিশু ভর্তি হয়েছে। একই ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত আরও চার শিশু ভর্তি রয়েছেন। অন্যান্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।     প্রাইভেট চিকিৎসকরা জানান, আবহাওয়ার তারতম্যের কারনেই এসব রোগের প্রকোপ দেখা দিয়েছে।    কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বর্তমানে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি শিশু ডায়রিয়ায় ও চারটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎিসাধীন রয়েছে। তবে সার্বক্ষনিক নজরদারী করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com