ডেঙ্গুতে আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন

September 6, 2023,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন গেল কয়েকদিন থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ৬ সেপ্টেম্বর মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ আগস্ট মো: শাহাব উদ্দিনের ডেঙ্গু শনাক্ত হয়।

তিনি বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।

পরিবেশমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে ডা. আবুল কালাম আজাদ বলেন, কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com