তাপমাত্রা বাড়লেও শীত অনুভুত হচ্ছে : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস

January 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেলেও শীত অনুভুততে কমতি নেই। সূর্যের ঝলমল আলোর সাথে জেলা জুড়ে বইছে হিমেল হাওয়া।

রোববার ১৫ জানুয়ারি সকাল ৯ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস। দু’দিন আগে অর্থাৎ ১৩ জানুয়ারি এ অঞ্চলে তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রী সেলসিয়াস।

কুয়াশার পরিমাণ কম থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা বেড়ে যায়। সেই সাথে হিমেল হাওয়ায় বেড়ে যায় শীত। শীতের কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষেরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো চাষী, ছিন্নমূল ও দিনমজুররা ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান রহমান বলেন, আজ সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘাচ্ছন্ন আকাশ থাকায় হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেছে।

শীতজনিত রোগে মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া, জ্বর সর্দি, নিউমোনিয়া সহ শীত জনিত নানা রোগে শিশু ও বয়স্কদের ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর কমতি নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com