তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটি কর্তৃক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা কমপ্লেক্স হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,বিসিক মৌলভীবাজার এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মাখ্দুম এলাহী মাশরাভী শামস্, রাজনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন গ্রাসরুটস্ কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক অন্তরা পাল, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক এবং গ্রাসরুটস্ কেন্দ্রীয় কমিটির কনসালটেন্ট তাপস ঘোষ।সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীঘার্য়ূ কামনা করে দোয়া পরিচালনা করা হয় । আলোচনা সভা শেষে সফল নারী উদ্যোক্তাদেরকে এবং বিসিক মৌলভীবাজারকে সম্মাননা প্রদান করা হয়। তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরবর্তীতে জন্মদিনের কেক কাটা হয়।
মন্তব্য করুন