থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারে শিক্ষা সফর অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা বৃহত্তম মেধা যাচায় সংগঠন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজার এর প্রথম বারের মতো শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ ফেব্রুয়ারি চায়ের রাজ্যে’র রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মনোরম প্রাকৃতিক নৈসগের লীলাভূমি আশিদ্রোন ইউনিয়নের এমআর খান চা বাগানের দার্জিলিং টিলায়( ৯নং সেকশন) এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষা সফরের শুরুতে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেন শিক্ষা সফরের অংশগ্রহণকারী প্রতিনিধিরা।
দিনব্যাপী শিক্ষা সফরে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষা সফর আহবায়ক কমিটির আহবায়ক আবু বক্কর তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসাধারণ সম্পাদক শামীম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, শিক্ষক জাভেদুর রহমান, শিক্ষক নাজিম উদ্দিন, ইউপি সদস্য মো: গিয়াস উদ্দিন, মোস্তাক আহমদ শাহীন প্রমুখ। এছাড়াও সফরে উপস্থিত ছিলেন সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, ফারুল মিয়া, আব্দুল কাইয়ুম, আনাফ, তানিম. মাহি ও নিহাদ প্রমুখ।
১ম বারের মতো থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারে শিক্ষা সফরে জেলা ৭টি উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন