দাঁড়াও পথিক (চতুর্থ পর্ব), মশা থেকে মশাই, গ্রন্থের মোড়ক উম্মোচন

February 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলা একাডেমীর বই মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বর্দ্বিতাংশে নতুন বইয়ের মোড়ক উম্মোচনের মঞ্চে ১২ ফেব্রুয়ারি রোববার সাদেক আহমেদ এর চতুর্থ গ্রন্থ নতুন ধারা প্রকাশনী থেকে প্রকাশিত দাঁড়াও পথিক মশা থেকে মশাই এর মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নটরডেম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চেন্সেলার ফাদার বেঞ্জামিন কোস্টা। উক্ত মোড়ক উম্মোচনে লেখকের লেখা দাঁড়াও পথিক চতুর্থ গ্রন্থ মশা থেকে মশাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন প্রধান অতিথি বেঞ্জামিন কোস্টা। তিনি বলেন যে, সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন অসংগতি, হারিয়ে যাওয়া নদ নদী হাওর প্রকৃতি সাদেক আহমেদ তার লেখায় তুলে ধরার চেষ্টা করেছেন। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা হাসিনা বেগম খুকি, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন রবি ও আরো ভক্তবৃন্দ। ছবিতে লেখক ও প্রধান অতিথি বেঞ্জামিন কোস্টাকে দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com