দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নে জুড়ীতে মতবিনিময় সভা

July 23, 2023,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে বিশ্বনাথপুর গ্রামে অবস্থিত ‘দারুল উলূম মাদরাসা ও এতিমখানার’ মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২জুলাই দুপুরে মাদরাসার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মিজানুর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও ভবানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক এমএ মোহিন মহসিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সৈয়দ মনিরুল ইসলাম দুদু, সৈয়দ আব্দুল মুহিত লেসন, সৈয়দ আব্দুল মুহিদ চুনু, সৈয়দ তাজুল ইসলাম, নিমার আলী, মাদরাসার শিক্ষক মাওলানা উবায়দুর রাহমান, মাওলানা শায়খুল ইসলাম শাকিল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মজিদ ইমাদ, মাওলানা আবু বকর, হাফিজ মনসুর আহমদ, হাফিজ আব্দুস সালাম, হাফিজ সৈয়দ আব্দুল ওয়াহাব, হাফিজ আব্দুল্লাহ আল মাশহুদ।

মতবিনিময় সভায় দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক নিয়োগ ও ছাত্রদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ব্রিগেডিয়ার জেনারেল মরহুম আব্দুর রবের ছোট ভাই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দুর রফিক নাজমু ২০১২ইং সালে প্রতিষ্ঠা করেন দারুল উলূম মাদরাসা ও এতিমখানা।

প্রতিষ্ঠা লগ্ন থাকে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবার এবং শিক্ষক মন্ডলী সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করে আসছন।

প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। আজ এই মাদরাসাটি জুড়ী-মৌলভীবাজার-সিলেট তথা বাংলাদেশে একটি সুনামধন্য প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com