দুই স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করলেন স্বামী লুদাই
সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে ভাতিজি’র সাথে অনৈতিক কাজে দেখে ফেলায় দুই সতীনকে পিটিয়ে মারাত্মক আহত করলেন স্বামী মোঃ আব্দুল ওদুদ লুদাই।
লুদাই’র স্ত্রী বর্তমান ইউপি সদস্য খুরশেদা আক্তার (৩২) জানান, শুক্রবার ৪ আগষ্ট দুপুরে তিনি বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে ওই সুযোগে লুদাই তার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে।
তার বড় সতীন শেফুল বেগম (৪০) তাকে ডেকে আনলে তিনি এসে স্বামীকে অনৈতিক কাজে দেখে বাঁধা দিলে স্বামী লুদাই তারা দুই সতীনকে মেরে মারাত্মক ভাবে জখম করে।
পরে আহত অবস্থায় তাদেরকে আশপাশের বাড়ির লোকেজন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এনে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে স্বামী মোঃ আব্দুল ওদুদ লুদাই মোবাইল ফোনে বলেন, আমার বউকে আমি মেরেছি, তাতে কি হয়েছে। আমার গোপনাঙ্গ কেঁটে ফেলার হুমকি দিলে আমি তাদেরকে পিটিয়েছি। কেনো গোপনাঙ্গ কাঁটার হুমকি দিলো জিজ্ঞেস করলে তিনি বলেন এটা এখন বলা যাবে না।
মন্তব্য করুন