দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলবীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সোমবার ৮ মে বিকালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলবীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র সভাপতি মাহমুদুর রহমান, সিনিয়র আইনজীবী জুনেদ আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম।
বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলবীবাজার জেলা শাখার সহ-সভাপতি মির্জা আবু মোহাম্মদ জামান, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুল হক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সাংবাদিক কে.এম. সাইদুল ইসলাম, শ্রীমঙ্গল পসবিদ উন্নয়ন সংস্থা’র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ, যুব বিষয়ক সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, কৃষি বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন পাবেল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সদস্য ও তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, সাংবাদিক রিপন আহমদ,মনজুরুল আলম, বুলবুল আহমদ প্রমুখ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
মন্তব্য করুন