দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুনেদ মিয়ার যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মাহবুবুল আলম শামীম’র সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজকর্মী মোহন মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রহমত, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম সুলতান, শ্রীমঙ্গল পসবিদ উন্নয়ন সংস্থা’র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, সাংবাদিক রিপন আহমদ, রাশেদ আহমদ, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু প্রমুখ। সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন