(ভিডিওসহ) দেশে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে-মৌলভীবাজারে আইজিপি

May 18, 2024,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিতে জঙ্গিবাদসহ দেশের সার্বিক পরিস্থিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা রয়েছে। দেশে একসময়  জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থান হয়েছিল। আজ সকলের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। একে আরও গতিশীল করতে বর্তমান সরকার কাজ করছে।

শনিবার ১৮ মে বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে টেরাকোটায় মৃত্যুঞ্জয়ী ও পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন বাঙালি পুলিশ সদস্যগণ শুধুমাত্র “থ্রি নট থ্রি” রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও বলেন, সড়কে আইন শৃংখলা রক্ষায় পুলিশের স্প্রিটগান সহ অন্যন্য ইকুপমেন্ট দিয়ে কাজ চালানো হচ্ছে। যেহেতু একটা জিনিস দীর্ঘনি যাবত আছে এবং এ কাজটি পুলিশ করছে। সেহেতু এর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হব। টেরাকোটায় মৃত্যুঞ্জয়ী বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ তুলে ধরা হয়। মৌলভীবাজারের চা বাগান ও পর্যটন আকর্ষণ উঠে আসে এই শিল্পকর্মে। শেষে আইজিপি পুলিশ লাইনে একটি জাম গাছের চারা রোপন করেন ।

পুলিশ সুপার মনজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, পুলিশ কমিশনার জাকির হোসেন খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ কমিশনার সৈয়দ হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ পুলিশ সুপার মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবির, কমান্ড্যান্ট অতিঃ ডিআইজি জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়,           অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com