দোকান থেকে দেড় লাখ টাকা নিয়ে পালানোর সময় চোর আটক

April 15, 2024,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে দোকানের ক্যাশ থেকে দেড় লাখ টাকা নিয়ে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

ঘটনাটি রোববার  ১৪ এপ্রিল সকাল ১১টায় জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে ঘটেছে।

ঘটনার দিন ও সময় খসরু মিয়া (৫০) নামে এক চোর ওই বাজারের ভাই ভাই টাওয়ারের নীচ তলায় শিপন টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরে গিয়ে দোকান মালিক শিপন বিশ্বাসের  কাছে ৫০ টি তরল পানীয় ছোট বোতল অর্ডার করেন। দোকান মালিক ভিতরে গিয়ে  কোল্ড ড্রিঙ্ক বের করতে থাকেন। এ সুযোগে খসরু মিয়া দোকানের ড্রয়ার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় দোকান মালিকের চিৎকারে আশপাশের ব্যবসাযীরা এগিয়ে এসে খসরু মিয়াকে আটক করে জুড়ী থানায় সোপর্দ করেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন  বলেন, আসামি খসরু মিয়া রাজনগর উপজেলার মহল লাল গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। আসামিকে মামলা সহকারে মৌলভীবাজার জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com