দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রহসনের নির্বাচনের সংসদ বাতিলের দাবিতে বাম জোটের সমাবেশ ও মিছিল

January 28, 2024,

স্টাফ  রিপোর্টার॥ প্রহসনের একদলীয় নির্বাচনে গঠিত বর্তমান সংসদ ভেঙে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা -সহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার বিকাল ৪:৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত তামাশার নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নতুন করে আরেকটা রাজনৈতিক সংকট তৈরি হলো। তাই চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় প্রহসনের নির্বাচনে গঠিত বর্তমান সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ এর মধ্যে নতুন করে আবার ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের পরেই আবার দ্রব্য মূল্য বৃদ্ধি পেল। আওয়ামী লীগের দ্বারা গঠিত সরকার সিন্ডিকেটের তলপিবাহক। যার ফলে দ্রব্য মূল্য না কমে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুক্তিযুদ্ধের ৫২ অতিক্রম করেও দেশে এখনো সার্বজনীন রেশনিং চালু হয় নাই।  ফলে সময় এসেছে জনতার আঘাতে আওয়ামী স্বৈরাচারী রাজত্ব ভেঙে মানুষের বেঁচে থাকার উপযোগী রাষ্ট্র নির্মাণের।

সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের মৌলভীবাজার শহরে লাল পতাকার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com