ধলাই নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙ্গে বন্যা, ৬ টি স্থান ঝুঁকিপূর্ণ, টানা বর্ষনে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত, বোরোধান ও সবজির ব্যাপক ক্ষতি

May 29, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁনপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়নপুরে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করছে। ধলাই নদীর আরও ৬টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে।
ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে গত দু’দিনের টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় পাকা বোরো ধান ও শাক-সবজি,মোরগ ও মাছের খামার তলিয়ে গিয়ে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামীন সড়ক ও ঘরবাড়ি তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল জানান, ধলাই নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com