নকল সরবরাহের অভিযোগে জুড়ীতে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিস্কার
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে এক এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষক বহিস্কার ও ত্রিশ হাজার টাকা করে জরিমানা আদায় এবং অপর কেন্দ্রে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ঘটনাটি ৭ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পরীক্ষা চলাকালে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (ভেন্যু টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ) ও হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে। জানা যায়, উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক নিলু রুদ্র পাল (এমপিওভুক্ত) ও খায়রুল ইসলাম সোহান (অনারারী) পরীক্ষার হলে কর্মরত থাকাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে নকল সংগ্রহ করে পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদেরকে দায়িত্ব থেকে বহিস্কার করা এবং ত্রিশ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়। সেই সাথে তিন বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। অপরদিকে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার অভিযোগে শিলুয়া উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাশিন আহমদ চৌধুরী বিষয়টির সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন