নতুন বছরের শুরুতে কুলাউড়ায় করোনায় আক্রান্ত ৫ জন
January 6, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় নতুন বছরের শুরুতে ৫ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার ৫ জানুয়ারি রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। পজিটিভ ৫ জনের মধ্যে ৪ জন বেসরকারি এক অফিসের কর্মকর্তা ও ১ জন ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ সিলেটভিউকে জানান, করোনা আক্রান্ত ৫ জন ৩ জানুয়ারি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর বুধবার রাতে ৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন