নতুন বছরের শুরুতে কুলাউড়ায় করোনায় আক্রান্ত ৫ জন

January 6, 2022,

স্টাফ রিপোর্টার কুলাউড়া উপজেলায় নতুন বছরের শুরুতে ৫ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার ৫ জানুয়ারি রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। পজিটিভ ৫ জনের মধ্যে ৪ জন বেসরকারি এক অফিসের কর্মকর্তা ও ১ জন ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ সিলেটভিউকে জানান, করোনা আক্রান্ত ৫ জন  ৩ জানুয়ারি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর বুধবার রাতে ৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com