নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী

January 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা র‌্যালী, আলোচনা সভা, মাস্ক বিতরণ, সাইকেল র‌্যালী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ জানুয়ারি দুপুরে এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে মাক্স বিতরণ, সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি বলেন, শুরু থেকে এশিয়ান টিভি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। এছাড়াও খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে টেলিভিশনটি।

এশিয়ান টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায়, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, বিশেষ শাখার ইনচার্জ মোঃ আবু তাহের, মৌলভীবাজার টিভিজানালিষ্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক বকশী মিছবাউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম এম উমেদ আলী। মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন, ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রুমেন।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ উপিস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com