নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মৌলভীবাজারে

January 6, 2022,

পলি রানী দেবনাথ মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ৬ জানুয়ারি বৃহষ্পতিবার নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় এবং মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোঃ নাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশসক তার বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা যেন দক্ষ হয়ে বিদেশ যান এবং কিভাবে বৈধ উপায়ে বিদেশ যাওয়া যায় সে সম্পর্কে জানার আহবান জানান জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোঃ মোশাররফ হোসেন, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আখতার উদ্দিন আহমেদ।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, জিল্লুর রহমান, শিক্ষক, ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গ, প্রশিক্ষক, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com