নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান

May 29, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘গর্ভকালে চার বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসবা প্রদান করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিক এর বাস্তবায়নে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানী ও ইউএসএআইডি এর সহযোগিতায় সোমবার ২৯ মে বেলা সাড়ে ১১টায় উপজেলার আলীনগর চা বাগানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভুঁইয়া।

সীমান্তের উপজেলা সুপারভাইজার সোমা দত্তের সঞ্চালনায় স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুনুর রশীদ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া। অনুষ্ঠানে অর্ধশতাধিক গর্ভবতী মায়েদের ওজন, প্রেসারসহ প্রাথমিক পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যরেসবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, গর্ভবতী মায়েদের ঝুঁকি রোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কোন বিকল্প নেই। তাছাড়া প্রেসার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, শাকসবজিসহ স্বাস্থ্যকর খাবার গ্রহণ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com