নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে গেলেন নেছার আহমদ এমপি

December 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ব্যক্তিদের সদর হাসপাতালে দেখতে যান মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
সংসদ সদস্য আহতদের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনিকে তদন্তপুর্বক দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির সরকার বাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২৫জন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদে ফতেপুর গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে প্রবাসী মাসুক মিয়া (৪৫) সরকার বাজারের সবজি বিক্রেতা সাধুহাটি গ্রামের কয়ছর মিয়ার ছেলে সামছুল মিয়ার (২৫) সাথে খারাপ আচরণ করেন। এতে সাধুহাটি গ্রামের মৃত ছনর মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩৫) বাঁধা দেন।
এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের লোকজন বাজার এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে ফতেপুর গ্রামের মাসুক মিয়াকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাধুহাটি গ্রামের সোহাগ মিয়াসহ (৩৫) আহত অন্যান্যদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com