পবিত্র ঈদুল আজহা পালিত : সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ৩টি জামাত অনুষ্ঠিত (ভিডিওসহ)

June 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা ২৯ জুন বৃহস্পতিবার পালিত হয়েছে। হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, ঈদগাহ কমিটির সভায় সিদ্ধান্ত অনুয়ায়ী প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল হক। সানি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় প্রথম জামাত পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক। তারা সকলেই পৌর নাগরিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।
তৃতীয় জামাতে ইমামতি করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
জামাত শেষে কোশল বিনিময় করেন একে অপরের সাথে। পরে ধর্ম প্রাণ মুসল্লীরা বাড়ি ফিরে পশু কোরবানি দেন।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com