পবিত্র মধু ত্রয়োদশী তিথিতে মৌলভীবাজারের বড়লেখা মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড়

April 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র মধু ত্রয়োদশী তিথিতে মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড় জমেছে। শনিবার ৬ এপ্রিল ভোর ৫টা থেকে স্নান করে তারা পূজা দেন মাধবেশ্বর মন্দিরে। হাজার হাজার পুণ্যার্থী শুক্রবার রাত থেকেই মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেন।
মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, শত শত বছর আগে থেকেই এখানে পূর্ণ্যস্নান হয়ে আসছে। প্রাচীন আমলে এখানে স্নান করে সন্ন্যাসী এবং বৈষ্ণবদের সেবার উদ্দেশ্যে চালদান করা হতো। এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য বৈষ্ণব ও সন্ন্যাসী। পুণ্যার্থীরা বারুনী স্নানকে করে প্রাচীন নিয়মঅনুযায়ী সেই সন্ন্যাসী ও বৈষ্ণবদের চাল দান করেন।
লক্ষাধিক মানুষের সমাগমের এই অনুষ্ঠানকে শৃংখল রাখতে প্রায় ৩০০ ভলেন্টিয়ার কাজ করছেন গত দুদিন ধরে। লক্ষাধিক ভক্তের জন্যই আয়োজন করা হয় মহা প্রসাদের। এদিকে এই বারুনী স্নানকে সামনে রেখে মাধবকুণ্ড প্রাঙ্গনে বসেছে বিশাল মেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com