পল্লী সমাজ আপগ্রেড ঘোষনা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌর শহরের ৮নং ওয়ার্ডের ধরকাপন পল্লী সমাজকে আপগ্রেড ঘোষনা করা হয়েছে।
২২ মে সোমাবার দুপুরে ফাহিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী সমাজকে আপগ্রেড ঘোষনা করেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দ সেলিম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সৈয়দা নাদিরা হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে ও জেলা ব্যবস্থাপক তারিক আজিজ। অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক দুলাল চন্দ্র দেব এবং এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোক।
অনুষ্ঠান শেষে রাজনগরে কলেজ ছাত্রী শাম্মী হত্যার প্রতিবাদে রাজনগরের পাইক পাড়া ও ধরকাপন পল্লী সমাজের উদ্যোগে পৃথক পৃথক ভাবে এক যোগে দুপুর ১২টা ১মিনিটে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
মন্তব্য করুন