পাঁচগাঁওয়ে ব্যতিক্রমী লাল বর্নের প্রতিমা নিয়ে দূর্গাপূঁজা অনুষ্ঠিত

October 23, 2023,

স্টাফ রিপোর্টার॥ উৎসব মূখর পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে উদযাপিত হচ্ছে উপমহাদেশের একমাত্র লাল বর্ণের জাগ্রত দুর্গাদেবীর পূজা। পূর্ণার্থী বা ভক্তদের পূজা মন্ডপে উপচেপড়া ভীর ছিল
২৩ অক্টোবর নবমীর দিনে পূজায় উপস্থিত হয়ে মনোবাসনা পুরনের জন্য পূর্ণার্থী বা ভক্তরা মহিশ ও পাঠা সহ বিভিন্ন ধরনের মান্নত হিসেবে দিয়ে থাকেন। দূর্গা মায়ের আর্শিবাদ পেতে পার্শ¦বর্তী ভারত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যতিক্রমী এই দূর্গা উৎসবে যোগ দেন কয়েক হাজার বক্ত।
আয়োজকরা জানান উপ মহাদেশের ব্যাতীক্রমি এ লালদেবী পুজায় দেশ-বিদেশের হিন্দুধর্মালম্বীরা ছুটে আসেন। প্রায় আড়াইশ শতাব্দি কাল থেকে পালিত হচ্ছে পাঁচগাঁওয়ে জাগ্রত এ দূর্গাপূজা। আর এটি ধর্মীয় রিতিনীতি অনুয়ায়ী পালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com