পাবলিক পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড শতভাগ ফলাফল অর্জনের দিকে এগুচ্ছে –সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার

May 29, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, অপ্রিয় হলেও সত্য শতকরা ৯০ ভাগ শিক্ষক কারিকুলাম বোঝেন না। যার ফলে শিক্ষার্থীরা সঠিক পাঠ গ্রহন থেকে বঞ্চিত এবং কাংখিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। বর্তমানে যে ফলাফল অর্জিত হচ্ছে তা শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমেই অর্জিত হচ্ছে। ১-২ বছরের মধ্যে সিলেট শিক্ষাবোর্ড সকল পাবলিক পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি শনিবার বড়লেখার ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের এবারের পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস ও এ-প্লাসসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ১৩১ জন কৃতী শিক্ষর্থীকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অভিভাবক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও শিক্ষক বিজয় ভুষন দাসের যৌথ সঞ্চালনায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ শিক্ষানুরাগী আনোয়ারুল আলম চৌধুরী, নায়েমের উপ-পরিচালক স্বপন চন্দ্র দেবনাথ, ডিএইচএল এক্সপ্রেসের পরিচালক (ফাইনেন্স) আবু নইম কাশেম চৌধুরী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক লিটন শরীফ, নুরুল ইসলাম বাহার, প্রভাষক মোশারফ হোসেন সবুজ, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, স্কুলের সিনিয়র শিক্ষক প্রানকৃষ্ণ আচার্য্য, কৃপেশ চন্দ্র দেবনাথ, বদরুল ইসলাম, বাবুল চন্দ্র দাস, কৃতী শিক্ষার্থী সারিয়া আবেদীন ইতু, আফরোজা জাহান সোনালী, নিশাত তাসনীম সোবহা, তাহমীম আহমদ তামীম প্রমুখ। আলোচানা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com