পিয়াঁজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জমিরামানা
December 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ ভারত থেকে পিয়াঁজ রফতানী বন্ধের খবরে সারা দেশের মতো মৌলভীবাজার সদরসহ সবকটি উপজেলায় পাইকারী ও খুচরা বাজারে পেয়াঁজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে পাইকারী ও খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি করে ১৬০-১৮০ টাকায়। কোথায় কোথায় প্রতি কেজি পিয়াঁজ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
এমন খবরে শনিবার ৯ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের অন্যতম পাইকারী আড়ত শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। র্যাবের সহযোগিতায় বিভিন্ন আড়ত ও মোকামে অভিযান চালিয়ে বেশি দামে পিয়াঁজ বিক্রির অভিযোগে বেনুপাল ও আমিন ট্রের্ডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জমিরামানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, ভোক্তাদের সুবির্ধাতে বাজারে এই অভিযান অব্যাহত থাকবে ।
মন্তব্য করুন