পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

September 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনস্’র নতুন ব্যারাক ভবনে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় মহোদয়। এ সময় সুদর্শন কুমার রায় বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটা যেন আপনাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়।

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজেদের কর্মজীবনে কাজে লাগাতে হবে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে।’

প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com