পুলিশ সুপারের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতবিনিময়

January 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মৌলভীবাজারে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মতবিনিময় সভা করেছেন।

সোমবার ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,  জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পুলিশ সুপার এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে পরিচিত হন। মতবিনিময় সভায় জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কাজ নিয়ে পারস্পরিক আলোচনা হয়। আলোচনা শেষে তাদেরকে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন অফিস ঘুরে দেখানো হয় এবং বিভিন্ন অফিসের কার্যক্রম সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল), সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, মোঃ সোহাগ মিলু, অন্তরা সরকার অদ্রি, শারমিন সুলতানা এবং জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •