পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের ঈদ পূর্নমিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ঈদ পূর্ণমিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই রবিবার ১১ টায় পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ ২ নং পূর্বজুড়ী ইউপি শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন উক্ত বর্ধিত সভায় বিগত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকের বিরুদ্ধে অবস্থানকারী ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী মোঃ মইনুল ইসলাম মইন ও সভাপতি রহমত আলী বহিস্কৃত করা হয়। ১ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল কাদির কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। ওই সভায় ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামীলীগের প্রার্থীর বিপক্ষে অবস্থানকারীদের দলের কোন কমিটিতে পদপদবী প্রদান করিলে পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ তা প্রত্যাখান করবে জানানো হয়। হুমায়ুন রশিদ রাজির পরিচালনায় পূর্বজুড়ী ইউপি আওয়ালীগ সভাপতি হাজী আদর উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পূর্বজুড়ী ইউপি আওয়ালীগ সাধারন সম্পাদক আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা ভাগ্য সিংহ, চন্দ্রধন সিংহ, রামাকান্ত গোয়ালা, সায়াদ উদ্দিন, কানু রুদ্রপাল, ইসলাম উদ্দিন, বাবুল হোসেন, রনজিৎ সিংহ, শিবাকান্ত গোয়ালা প্রমুখ। অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা খোরশিদ আলী, তজমুল আলী, নরুজ মিয়া, জমির উদ্দিন আওয়ামীলীগের প্রত্যেক ওয়ার্ডের সকল সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাজিবুর রহমান, রাসেল আহমদ, আসলাম উদ্দিন ও বিলাল হোসেন।
মন্তব্য করুন