পূর্বাঞ্চলের আম-কাঁঠালী প্রথা “কারো পৌষ মাস কারো সর্বনাশ”

জুড়ী প্রতিনিধি॥ প্রবাদ আছে, আম-কাঁঠালী: “কারো পৌষ মাস কারো সর্বনাশ” আম-কাঁঠালী বলে কথা। তা দেয়া নেয়া নিয়ে অনেক কথা আলোচনা-সমলোচনার ঝড় বইছে এবং তা স্বমূলে বন্ধ করে দেয়ার ব্যাপরে সোচ্চার পূর্বাঞ্চল বাসী। বোশেখ-জ্যৈষ্ঠ মাস আসলে মেয়ের পিত্রালয় হতে স্বামীর পিত্রালয়ে বেশি বেশি করে আম-কাঁঠালী পাঠাতে হবে স্বামীর পরিবারে এটা বাধ্যবাদ কতা করে দিয়েছেবহুপূর্ব থেকে। তাধনীপরিবারেরজন্য আনন্দেরআরগরিবপরিবারেরজন্য বেদনা দায়ক। আম-কাঁঠালী এ রেওয়াজ বাপ্রথাটা মনে হয় বাংলাদেশের কোথা ও চালু নেই। দীর্ঘদিন যাবত দেশের পূর্বাঞ্চল তথা বৃহত্তর সিলেটের শহর, বন্দর কিংবাপ ল্লী গাঁয়ের আনাচে-কানাচে ওই প্রথাটা চালু আছে। যার ফলে, ধনী পরিবার প্রতি বছর বোশেখ-জ্যৈষ্ঠ মাসে আনন্দ চিত্তে অনায়াসে মেয়ের স্বামীর পিত্রালয়ে আম-কাঁঠালী পাঠিয়ে দেন। তাতে মেয়ের শ্বশুর বাড়ীর লোক জনতা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। পক্ষান্তরে গরীব পরিবার তথা নিম্নবৃত্ত পরিবারের জন্য তা দেয়া কষ্ট দায়ক ও অভিশাপ স্বরূপ। পূর্বাঞ্চলের মেয়েদের বিয়ে হলেই স্বামীর বাড়ী পবিত্র রমজানে ইফতারী দেয়ার মতো বোশেখ-জ্যৈষ্ঠ মাসে আম-কাঁঠালী দেয়ার বিপদটা চেপে বসে তাদের (মেয়েদের) পিতার পরিবারের উপর। ওই দু’ মাস ঘুরে আসার সাথে সাথে স্বামীর পরিবার মেয়ের পরিবারকে আম-কাঁঠালী পাঠাতে বারবার চাপ প্রয়োগ করে থাকেন। এ সময় মেয়ের পরিবারকে স্বামীর পরিবারের কর্তাতাও বলে দেন যে, আমার আত্মীয় স্বজন (কুটুম) খুব বেশি আম-কাঁঠালী বাড়িয়ে দিবেন কিন্তু। নইলে আমাদের মান সম্মান থাকবে না। মেয়ের পরিবার ধনী হলে তা সাথে সাথে পাঠিয়ে দেন। পক্ষান্তরে মেয়ের পরিবার গরিব হলে বিপত্তি। তখন ইউভয় পরিবারে মধ্যে ঝগড়া-বিবাদ। পরে মেয়ের অভাব গ্রস্থ পিতাবাধ্য হয়ে কন্যার সুখের কথা ভেবেধার কর্জ করে আম-কাঁঠালী পাঠাতে বাধ্য হন। আরতার দেয়া নেয়ার ব্যাপারে এ পর্যন্তবহু মেয়ের সংসার ভেঙ্গেছে এবং স্বামী ও শাশুরীর নির্মম নির্যাতনে প্রাণ গিয়েছে অনেক মেয়ের। এ নিয়ে চলতি বছরও রমজানে ইফতারী সংক্রান্ত ব্যাপারে পূর্বাঞ্চলের কয়েক জন মেয়ের প্রাণ চলে যায়। তাদের এহে নো কর্মকান্ডে ধিক্কার জানানোর ভাষা খোঁজে পায়নি পূর্বাঞ্চল বাসী। বলা বাহুল্য, আম-কাঁঠালী বলতে শুধু আম আর কাঁঠাল সীমা বন্ধ নয়। এগুলোর সাথে যোগ হয় আনারস, লিচু, আপেল, আংগুর, নেশপাতি, মাল্টা, লটকন, তরমুজ ও বিভিন ্নমিষ্টান্ন দ্রব্যসহ বিভিন্ন স্বাদের পানীয় ইত্যাদি। একেকটি পরিবারকে প্রতিবারে আম-কাঁঠালীদিতে অবস্থা বুজে ২০-৫০ হাজার টাকা গুনতে হয়। তাতে ধনী পরিবার অনায়াসে আম-কাঁঠালী পাঠিয়ে দেন। কিন্ত গরীব পরিবার ধার কর্জ করে পাঠান। তবে, অভাব গ্রস্থ পরিবারের মেয়ের পিতা এ ঋণের ঘøানিটানতে টানতে এক সময়নিং শেষ হয়ে যান। সচেতন নাগরিকদের মতে,পূর্বাঞ্চল তথা বৃহত্তর সিলেটে ইফতারীসহ আম-কাঁঠারী প্রথা জঘন্য অপরাধ। এ প্রথাটিচির তরে বন্ধ হউক এটাই কামনা করেন তারা। সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি পড়লে শিগগিরই বন্ধ হবে ইফতারীসহ আম-কাঁঠালী প্রথাটি।
মন্তব্য করুন