পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিকায়ন করার লক্ষ্যে সুধীজনের সাথে মতবিনিময়

June 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা বাড়িতেই পৃথকীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ জুন সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে পৌরমেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন -২) মো: হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন,কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,  জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, আখতারুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জেলা প্রতিনিধি হাসানাত কামাল, সাংবাদিক সালেহ এলাহি কুটি, শহীদ জিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  সেলিনা বেগম, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  রুহেনা বেগম  কাউন্সিলরবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, শুধী সমাজের প্রতিনিধিসহ শহরের বিশিষ্টজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com