প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমানের নেতৃত্বে ৩১ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, গ্রিস ও কম্বোড়িয়ার প্রতিনিধিরা ছিলেন। বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী নেতারা ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর, বিদেশী ফ্লাইট চালু, এনআইডি কার্ড প্রদান, জাতীয় সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব, পাওয়ার অব এটর্নীর বেলায় ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসেবে গ্রহন, ভুমিখেকোদের হাত থেকে সম্পত্তি রক্ষা ও বাংলাদেশ দুতাবাস গুলোতে সেবার মান উন্নয়নসহ ১৭ টি দাবী উত্থাপন করে স্মারক লিপি প্রদান করেন প্রবাসী নেতারা। তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৭টি দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। এছাড়াও লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা। প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমণ্ডলে বাংলাদেশ ও বর্তমান সরকার সম্পর্কে অপপ্রচারের বিরোদ্ধে স্বচ্চার ও সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন