প্রান্তিক জনগোষ্ঠির আইনগত সুরক্ষায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা

January 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের আওতায় “প্রান্তিক জনগোষ্ঠির আইনগত সুরক্ষায় করনীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারী শহরের রেষ্ট ইন হোটেলের কনফারেন্স হলে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী জজ মুমিনুল হক।
স্বাগত বক্তব্য রাখেন ব্লাষ্ট এর এ্যাডভোকেসী ম্যানেজার ফারজানা ফাতেমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা শাহেদা আক্তার, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট এড. পারভীন আক্তার, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মুরাদ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, জেলা প্রতিবন্ধী ও সেবা অফিসার চন্দন কুমার পাল। বক্তব্য রাখেন- ব্লাষ্ট এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুক মুক্তাদির, ব্লাষ্ট এর রিসার্স অফিসার ফাহাদ বিন সিদ্দিক, নাগরিক উদ্যাগ এর মোহন রবি দাশ, প্রতিবন্ধীদের মধ্যে শাহিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ, অগ্রগামী মানব কল্যান সংস্থা মৌলভীবাজার সভাপতি আব্দুল মাহিদ চৌধুরীসহ দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, ট্রান্সজেন্ডার ও হিজরা সম্প্রদায়ের প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com