প্রার্থনা – সেলিম আহমদ কাওছার
April 18, 2023,
দুহাত তুলে বলি প্রভু
আমি মোনাজাতে
ক্ষমা করো আমায় তুমি
নবীর ওসিলাতে।
কদর রাতের বদৌলতে
করবে যাদের ক্ষমা
তাদের সাথে মুছে দিও
যতো গোনাহ জমা।
নেকের খাতায় শুন্য আমি
লাগে বড় ভয়
রোজ হাশরের ভয়াল দিনে
কি যে আমার হয়!
থাকবেনা কেউ সঙ্গী সাথী
যেইবা কঠিন দিনে
বিপদের কান্ডারী আমার
দয়াল নবী বিণে,
সেই সময়ে প্রিয় নবীর
চরণ ভিক্ষা চাই
লেওয়ায়ে হামদের নীচে
যেনো আশ্রয় পাই।
মন্তব্য করুন