ফলোআপ-শিশু মৃত্যুর অভিযোগ- অবশেষে কুলাউড়ার সেই ভুয়া ডাক্তারকে সিলেট থেকে আটক

June 21, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ডাক্তারের অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে সেই ভুয়া ডাক্তার আবুল হোসেনকে সিলেট শহর থেকে ২০ জুন সোমবার ভোররাতে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এদিকে নিহত শিশু মুন্নার লাশ ময়নাতদন্তের জন্য সোমবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শিশু মুন্নার পিতা মুস্তাকিন মিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিলেট শহরের মির্জাজাঙ্গালের মা হোমিও হেলথ সেন্টার থেকে ভুয়া ডাক্তার আবুল হোসেনকে আটক করা হয়। কুলাউড়া থানা পুলিশ আটক ভুয়া ডাক্তারকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আসামীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের দরিদ্র মুস্তাকিন মিয়ার শিশুপুত্র মুন্না আহমদ (৪) রোববার ভুয়া ডাক্তার আবুল হোসেনের অপচিকিৎসায় মারা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com