ফুল সজ্জিত গাড়িতে করে অবসরজনিত বিদায় নিলেন সদর কোর্টের এসআই জহির আলী

September 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার অবসরজনিত বিদায়ী পুলিশ সদস্য সদর কোর্টের উপপরিদর্শক (এসআই) মোঃ জহির আলীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনায় ব্যতিক্রমী আয়োজন করলো জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

শনিবার ৯ সেপ্টেম্বর বিকেলে কোর্ট পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর কোর্টের জিআরও অফিসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী উপপরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ জহির আলীকে মৌলভীবাজার সদর কোর্টের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে ফুল, স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।

দীর্ঘ চাকরি জীবন শেষে পুলিশের এই অফিসার তার জীবনের স্মৃতিচারণ করেন। তিনি চাকরি শেষে এই সম্মাননা পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এবং তার সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) নির্দেশনায় ফুল সজ্জিত একটি গাড়িতে করে বিদায়ী মোঃ জহির আলীকে কমলগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান তার সহকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com