ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে পড়ে শাবি ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি॥ ট্রেন থেকে পড়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোস্তাইন রাজ্জাক মামুর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।
১৭ মে বুধবার সকাল ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাইন রাজ্জাক মামুর সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক আবদুর রাজ্জাক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একই বিভাগের চিকিৎসক হোসনে আরার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, বুধবার সকালে রেল লাইনের পাশে আহতাবস্থায় মামুরকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
মন্তব্য করুন