ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন অভিষেক অনুষ্ঠানে শিক্ষা সহায়তার অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সামাজিক সংগঠন ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন এর অভিষেক আলোচনা সভা ও শিক্ষা সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সামাজিক সংগঠন ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সামাজিক সংগঠন ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়ছল আহমদ আখন্দ এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, ষ্ট্রাষ্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমদ, বাসস মৌলভীবাজার প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার নাজিররাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক।
বক্তব্য রাখেন ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশনের সভাপতি মোঃ আবদাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ ফজলে এলাহি, সাংগঠনিক সম্পাদক আতাউল হক চৌধুরী বাবলু, সদস্য ফয়ছল আহমদ, কোষাধক্ষ জাহাঙ্গীর মাহমুদ, ইউপি চেয়ারম্যান সুজিত দাশ, মোঃ আপ্পান আলী, মোঃ বদরুজ্জামান চুন্নু, এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট বকসী জোবায়ের আহমদ, এডভোকেট কামরুজ্জান চৌধুরী শাহীন, মোস্তফাপুর ইউপির পানেল চেয়ারম্যান মোঃ ইসরান আহমদ, ইউপি সদস্য মনসুর আহমদ, প্রমুখ।
অভিষেক ও আলোচনা সভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী মাদ্রাসার মধ্যে ৬০ হাজার টাকা, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ৮০ হাজার টাকা, নবগঠিত মৌলভীবাজার কালেকক্টরেট স্কুল ও কলেজে ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য করুন