বই উৎসব ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষের শ্রেষ্ঠ উপহার—লুসিকান্ত হাজং

January 2, 2024,

জুড়ী প্রতিনিধি॥ বই উৎসব ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষের শ্রেষ্ঠ উপহার। নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হলো ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছে আজ। নিঃসন্দেহে এটি সরকারের অন্যতম একটি ভালো কাজ। এটি সরকারের একটি বিশাল কর্মযজ্ঞ।

সোমবার ১ জানুয়ারি সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসব প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়ার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসাইন, মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া, জুড়ী রুম টু রিড এর ম্যানেজার আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তামান্না আক্তার, রুমা বেগম, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরা ইয়াছমিন, আয়েশা বেগম, রেহানা আইয়ুব, সেবিকা রাণী দেব, আকলিমা আক্তার, পারভীন বেগম, সবনম মোস্তারী, আয়েশা ছিদ্দিকা, কাকলী সুত্রধর।

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং আরো বলেন, বিনামূল্যের বই বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। বইয়ের পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে। শিশুমনের এ আকাঙ্ক্ষাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে বই বিতরণের সূচনা। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com