বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

March 18, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা।

শুক্রবার ১৭ মার্চ সকালে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গব্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সহ-সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক মো: মামুন আহমেদ, সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, প্রেসক্লাব কার্যকরী পরিষদের সদস্য মো: শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, প্রেসক্লাব সদস্য কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মো: সাইফুল ইসলাম, শামসুল ইসলাম শামীম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com