বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি শ্রীমঙ্গলে উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার ২৮ মে বিকেল ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধেন্দু ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যেতিষ রঞ্জন দাশ, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সুশীল শীল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে কুইজ প্রতিযোগীতায় উপজেলার ৯টি বিদ্যালয় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগীতায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রথম, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২য় ও বাডস্ স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান লাভ করে।
মন্তব্য করুন