বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল জাদুঘর এখন শ্রীমঙ্গলে

November 12, 2022,

বিকুল চক্রবর্তী॥ বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান রেল জাদুঘর এখন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। শনিবার ১২ নভেম্বর সকাল ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌছাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভ্রাম্যমাণ রেল জাদুঘর।

পরে বেলা ১২টার দিকে রেল জাদুঘরটি দর্শনার্থীদের জন্য অনুষ্টানিকভাবে উন্মুক্ত করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভুমি) সন্দ্বীপ তালুকদার শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন ও শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন প্রমূখ।

জাতির জনকের জীবন কাহিনী নিয়ে তৈরী বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘরটি ৬ টানা দিন শ্রীমঙ্গল রেলস্টেশনে অবস্থান করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com