বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা

August 8, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলী রাজীব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সন্দীপ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলার সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, তথ্য ও গবেষণা সম্পাদক তোহিরুল ইসলাম মিলন, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সেলাই মেশিন, নগদ অর্থ ও ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com