বড়লেখায় অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা

December 27, 2023,

আব্দুর রব॥ বড়লেখা থানা কম্পাউন্ডে  বড়লেখা থানা পুলিশ কর্তৃক মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) পুলিশ সুপার মৌলভীবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মৌলভীবাজার, দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার ও একেএম হেলাল উদ্দিন, সভাপতি কমিউনিটি পুলিশিং, সমন্বয় কমিটি বড়লেখা।

সভাপতিত্ব করেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী। সভায় বড়লেখা থানার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শ্রবন করেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করেন।

আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা শেষে থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সহিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com