বড়লেখায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

March 12, 2025,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওড়পাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিক্স’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তা অপসারণ করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইসিএ-তে অবস্থিত এই ইটভাটাটি অপসারণের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একাধিকবার নোটিশ দিলেও ভাটা মালিক উচ্চ আদালতের মেয়াদোত্তীর্ণ একটি রীট পিটিশনের দোহাই দিয়ে গত বছর পর্যন্ত ইটভাটায় ইট তেরী করেছেন।

ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা মোতাবেক এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে তা গুড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com