বড়লেখায় অর্ধশতাধিক পরিবারের মাঝে পানির ফিল্টার বিতরণ

July 24, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলায় ‘দি আখেরা টিম ইউ.কে’র উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।

সোমবার ২৪ জুলাই বিকেলে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফিল্টারগুলো ইটাউরি, দৌলতপুর, কান্দিগ্রাম, কবিরা, পকুয়া গ্রামের অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়।

ফিল্টার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ওয়াছিক উদ্দিন, দি আখেরা টিম ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি সাব্বির আহমদ, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য হাজী আব্দুস সামাদ, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ব্যবসায়ী সাব্বির আহমদ প্রমুখ।

পরগনাহীদৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দি আখেরা টিম ইউকে মানবকল্যাণে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় সংগঠনটি আজকে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে পানির ফিল্টার বিতরণ করেছে। আশা করছি তাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com