বড়লেখায় আর.কে লাইসিয়াম স্কুলে শিক্ষার্থীদের চোখের দৃষ্ঠি পরীক্ষা ক্যাম্প

October 31, 2023,

আব্দুর রব॥ বড়লেখার আর.কে লাইসিয়াম স্কুলে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের দৃষ্ঠি পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চক্ষু ক্যাম্পের ইনচার্জ অনজন রায় দেবনাথ জানান, বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিশান আহমদের নেতৃত্বে মেডিকেল টিম বিকেল পর্যন্ত স্কুলের ‘প্লে’ টু ‘দশম’ শ্রেণির ১৪শ’ শিক্ষার্থীর চোখের দৃষ্ঠি পরীক্ষা করেছে। এসময় ২০০শিক্ষার্থীর চোখে নানা সমস্যা ধরা পড়ে। তাদেরকে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

আর.কে লাইসিয়াম স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, শ্রেণি শিক্ষকদের মাধ্যমে কিছু শিক্ষার্থীর চোখের সমস্যার কথা তিনি জানতে পারেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে একজন অভিভাবক তাদের সন্তানদের চোখের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপর তিনি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাথে যোগাযোগ করে সকল শিক্ষার্থীদের চোখের দৃষ্ঠি পরীক্ষার ক্যাম্পের আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com