বড়লেখায় উপস্থিতি কম হলেও চলেছে পাঠদান কার্যক্রম

March 13, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি অত্যন্ত কম হলেও ক্লাসে চলেছে পাঠদান কার্যক্রম। কোনো কোনো শ্রেণিকক্ষে ১/২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সরেজমিনে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন ক্লাসে অতি নগন্য শিক্ষার্থী নিয়ে পাঠদান করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা। কোনো কোনো ক্লাসে মাত্র ১/২ জন শিক্ষার্থী উপস্থিত থাকতে দেখা গেছে। দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র লক্ষ্য করা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, রমজানে স্কুল খোলা রাখার ব্যাপারে আদালতের নির্দেশনা সম্পর্কিত কোন আদেশ তিনি পাননি। ফলে সরকারি নির্দেশনা মোতাবেক মঙ্গলবার প্রথম রমজানে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com