বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী  শিক্ষার্থীকে সংবর্ধনা

May 22, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন এবং ওই কেন্দ্রের আওতাধীন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমো. উচ্চ বিদ্যালয়ের ২জন, ছিদ্দে আলী উচ্চ বিদ্যালয়ের ১জন সহ সর্বমাট ৪৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে বুধবার দুপুরে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বিাচিত চেয়ারম্যান আজির উদ্দিনকেও সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে সহকারি শিক্ষক মতিউর রহমান ও বেলাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ীর ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাকির হোসেন, জুড়ী শিলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বড়লেখার সুজানগরের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, সাংবাদিক আব্দুর রব, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমির উদ্দিন, বদরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক কবির আহমদ চৌধুরী, অলিউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী দেবজিৎ দাস ওম ও সুমি দত্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com